নিউজ ডেস্ক : এবার গঙ্গাসাগর মেলা আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণকে কন্টেনমেন্ট জোন ঘোষণার দাবিতে করা মামলার শুনানি চলাকালীন শুক্রবার প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশে প্রশ্ন করেন, ‘ই-স্নান কেন বাধ্যতামূলক করা হচ্ছে না?’
করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা হোক, চায় রাজ্য। সেইমতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু রাজ্যের প্রস্তুতিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট। এদিন শুনানিতে প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ বলেন, ‘এত মানুষ একসঙ্গে সাগরে নামলে একটি ডুবই মহামারীর জন্য যথেষ্ট হবে। জল স্পর্শ না করে জল পেলে ক্ষতি কোথায়?’ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ ক্ষেত্রে ই-স্নান বাধ্যতামূলক কেন হবে না? পুরী-সহ বিভিন্ন স্থানে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক ছিল। এক্ষেত্রে সেটা সম্ভব নয়। কারণ, এখানে শুধু মন্দিরে পুণ্যার্থীরা যান না। বিশাল এলাকা।’
রাজ্যের তরফে এজি জানান, এক সঙ্গে যাতে অনেক লোক না নামেন সাগরে সেটা দেখা হবে। কিয়স্ক থেকে যাতে পুণ্যার্থীরা জল নিয়ে চলে যেতে পারেন তার ব্যবস্থাও করা হবে।
এদিন শুনানির পর আদালতের অন্তর্বতী নির্দেশ, শনিবার থেকে মাইকে ঘোষণা করতে হবে যাতে কেউ জলে না নামেন। জলে নামা কতটা ক্ষতিকর হতে পারে সেটা জানাতে হবে মানুষকে। সেইসঙ্গে মানুষ যাতে ই-স্নানে আগ্রহী হন তার ব্যবস্থাও করতে হবে রাজ্যকে। মামলার পরবর্তী শুনানি ১৩ জানুয়ারি।