নিউজ ডেস্ক : কলকাতা থেকে কালনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়। আহত হয়েছে মোট ৬ জন। জানা গিয়েছে, প্রাত্তন ফুটবল খেলোয়াড় বিদেশ বসুর বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা, তাঁর ও অন্যান্য কয়েকজন। গাড়ি চালাচ্ছিলেন অদ্রিজার মা, যিনি সম্পর্কে বিদেশ বসুর ভাইঝি। হুগলির নাটাগড়ের কাছে আচমকা গাড়ির একটি চাকা খুলে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা সকলেই আহত হন। অদ্রিজার মায়ের আঘাত সবচেয়ে বেশি। তাঁর হাঁটু, কাঁধ, পিঠ ও মুখে আঘাত লেগেছে। আহত ৬ জনকে উদ্ধার করে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
‘বালিকা বধূ’, ‘মহাপীঠ তারাপীঠ’-এর মতো বিখ্যাত ধারাবাহিকে অভিনয় করেছে অদ্রিজা। ‘বালিকা বধূ’, ‘দেবী চৌধুরাণী’তে তার অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। শিশুশিল্পীর দুর্ঘটনার খবর পেয়ে চিন্তায় পড়েন দর্শকরা। সকলে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।