নিউজ ডেস্ক: টিটাগড়ে মণীশ শুক্লা খুনের ৮৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিআইডি। ঘটনায় মোট ১০ জনকে অভিযুক্ত করে বারাকপুর আদালতে জমা দেওয়া হয়েছে চার্জশিট। সন্দেহভাজন হিসেবে রয়েছে ১২ জনের নামও।
প্রাথমিকভাবে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে, মহম্মদ খুররাম, গুলাব শেখ, সুবোধ রায়, নাসির আলি, সুজিত রায়, সোনু রায়, রাজা রায়, অমর যাদব, রোশন কুমারদের। এদের মধ্যে প্রথম ২ জন ঘটনার পরদিনই সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল। সূত্রের খবর, ১২ জন সন্দেহভাজনের তালিকায় রয়েছেন বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস ও টিটাগড়ের পুরপ্রশাসক প্রশান্ত চৌধুরী। এঁদের বিরুদ্ধে তদন্ত শেষ হলে পরে ফের সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম জুড়তে পারে।
অক্টোবরের প্রথম রবিবার, ভর-সন্ধেবেলায় টিটাগড়ে বিটি রোডের ওপর প্রকাশ্যে খুন হন জনপ্রিয় তরুণ নেতা মণীশ শুক্লা। অভিযোগ ওঠে, পরিকল্পনা করে শার্প শুটারদের কাজে লাগিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এ নিয়ে সেসময় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। হত্যাকাণ্ড রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে, তা নিয়েও বহু তর্কবিতর্ক হয়। এরপর মণীশ খুনে তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার।