নিউজ ডেস্ক : করোনার নয়া স্ট্রেন নিয়ে আতঙ্ক বিশ্বজুড়ে। ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে আকাশপথে যোগাযোগ পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারত সহ বেশ কয়েকটি দেশ। উড়ান পরিষেবা বন্ধের আগে ২৫ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে মোট ৪৩৭১ জন যাত্রী দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরে এসেছেন। তার মধ্যে ১০৪ জন পশ্চিমবঙ্গের। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, শিলিগুড়ি, দার্জিলিং সহ কয়েকটি জেলার বাসিন্দা তাঁরা। ওইসব ব্রিটেন ফেরতদের ওপর নজর রাখছে স্বাস্থ্যমন্ত্রক। ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবে হবে তাঁদের। দেশে ফেরার পর তাঁদের নতুন কোনও উপসর্গ দেখা দিল কি না সেদিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন। করোনার এই নতুন স্ট্রেন আগের থেকে ৭০ শতাংশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে,আর সেটাই আতঙ্ক বাড়াচ্ছে।
- Advertisement -