নিউজ ডেস্ক : সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে এখন আর গঙ্গাসাগর মেলা একবার নয়, বহুবার যান পুণ্যার্থীরা। মকর সংক্রান্তির ভোরে পুণ্যস্নান করতে প্রতি বছর ছুটে যান লক্ষ লক্ষ পুণ্যার্থী। স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে পুণ্যার্জন করাই লক্ষ্য তাঁদের।
এবার করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমস্ত কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে। যাঁরা বাইরে থেকে আসবেন তাঁদের প্রথমে মেডিক্যাল স্ক্রিনিং করা হবে, তারপর বাসে করে মেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। যদি কারও শরীর অসুস্থ থাকে, তাহলে তাঁকে কোভিড হাসপাতাল বা কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে। মেলাপ্রাঙ্গণে মোতায়েন রাখা হবে অতিরিক্ত চিকিৎসক। থাকবে মেডিক্যাল টিম। স্যানিটাইজ করা হবে প্রতিদিন।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি। তবে করোনা আবহে ভিন রাজ্য থেকে কত পুণ্যার্থী আসতে পারবেন সাগরসঙ্গমে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।