নিউজ ডেস্ক, শিলিগুড়ি : নতুন বছরের প্রথম দিনে বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকার বাসিন্দা হর্ষিত আগরওয়াল। জানা গিয়েছে, আমবাড়িতে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখানে তাদের রাস্তা আটকে টাকা দাবি করে তিনজন দুষ্কৃতী। টাকা দিতে অস্বীকার করায় দুষ্কৃতীরা হর্ষিতকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। যুবকের বান্ধবীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালায় অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হর্ষিতকে উদ্ধার করে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Advertisement -