নিউজ ডেস্ক : কৃষক সম্মান নিধি যোজনা আর দিল্লি-হরিয়ানা সীমানায় কৃষক আন্দোলন ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। শুক্রবার প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার সময় বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশে তোপ দাগেন। বলেন, রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের চাষিরা কৃষক সম্মান নিধির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলার ৭০ লক্ষ কৃষক বছরে ৬ হাজার টাকার লাভ পাচ্ছেন না বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্যের বিরোধিতাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেস। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই সমস্যা নিয়ে চ্যালেঞ্জ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কৃষক আন্দোলন নিয়ে বিজেপি যখন জেরবার ঠিক তখনই মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন দিলীপ ঘোষ। ‘কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়, নরেন্দ্র মোদির সঙ্গেই আছেন।’ বলে খোলা চ্যালেঞ্জ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলীয় এক কর্মসূচিতে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, পারলে উনি আর ওনার নেতারা মিলে কলকাতায় ১০ হাজার কৃষক নিয়ে একটা র্যালি করে দেখাক। আমরা ৫০ হাজার কৃষক নিয়ে র্যালি করে দেখিয়ে দেব।’