নিউজ ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এবার তার নিশানায় রাজ্য পুলিশ। রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ‘চায়ে পে চর্চায়’ কুরুচিকর ভাষায় পুলিশকে আক্রমণ করেন তিনি। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু, জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি-সহ বিজেপির অন্যান্য সদস্যরা। সেখানেই দিলীপ ঘোষ পুলিশকে ‘নপুংসক’ বলে দাবি করেন।
জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক নিয়ে এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। এদিন তিনি সাংবাদিকদের বলেন, ‘‘পুরো তৃণমূল দলটাই দুষ্কৃতী। ওদের দলের লোকেরাই কনভয়ে ইট, পাথর ছুড়ে হামলা চালায়।’’ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন তিনি। নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘কে আক্রমণ করেছে দেখেও কেউ না দেখলে সেটা তার দোষ। বাংলার মানুষের চোখ আছে তারা সব দেখছে।’’ এরপরই তিনি পুলিশকে ‘নপুংসক’ বলে আক্রমণ করেন। এখানেই থামেননি তিনি। ‘ডিসেম্বরের পর শুরু হবে পালটা মার’ বলে এদিন হুঁশিয়ারিও দেন দিলীপ ঘোষ। স্বভাবতই, তাঁর এই মন্তব্যে আলোড়ন পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।