নিউজ ডেস্ক: বাজারে আগুন। ভস্মীভূত পঞ্চাশটিরও বেশি দোকান। উত্তেজনা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বাজারে। দুর্ঘটনাস্থলে সাতটি দমকলের ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন? প্রশ্নের উত্তর খুঁজছে দমকলের আধিকারিকরা।
শুক্রবার ভোররাতে আচমকায় আগুন লেগে যায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বাজারে। সটসার্কিটের জেরেই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। শীতের প্রকোপে এবং ভোরের কুয়াশার জেরে প্রথমে আগুন লক্ষ্য করা যায়নি। পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে সাতটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকায় জলের সমস্যা থাকায় দমকল ইঞ্জিনদের ছুটতে হয়েছে অন্যত্র বলেই অভিযোগ।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, ‘‘বাজারের কাপড়পট্টি, চুড়িপট্টি সহ বেশ কিছুটা অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ৫০টিরও বেশি দোকান ভস্মীভূত। তবে কত ক্ষয়ক্ষতি হয়েছে এখনও অনুমান করা যাচ্ছে না।’’ ঘটনাস্থল পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ব্যবসায়ীদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।