নিউজ ডেস্ক : বৃদ্ধাশ্রম, অনাথ অশ্রাম, গোশালা, মন্দির তৈরির মধ্যে দিয়ে নতুন ভারতের নির্মাণ। সারা দেশের পাশাপািশ এই রাজ্যেও এমনই বেশ কিছু প্রকল্পের উদ্যোগ নিয়েছে নব নির্মাণ ভারত নামে একটি অরাজনৈতিক সংগঠন। শ্রী চৈতন্য মহাপ্রভু ট্রাস্টি বোর্ড ( শিল্পী সংসদ ) সঙ্গে যৌথ উদ্যোগে রবিবার ঘাটালে এমনই একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন সংগঠনের প্রেসিডেন্ট রাজাবাবু ওঝা।
রাজনীতির বাইরে বেরিয়ে সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যেই বদ্ধপরিকর ‘নব নির্মাণ ভারত’। দেশ জুড়েই রয়েছে সংগঠনের সদস্যরা। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ হাতে তুলে নিয়েছে এই অরাজনৈতিক সংগঠনটি। এই সংগঠনের সর্বভারতীয়-সহ সভাপতি চন্দ্রকুমার বসু।
এদিন সংগঠনের সভাপতি রাজাবাবু ওঝা হাজির ছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। তিনি জানান, আগামী দিনে এই জায়গায় বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, গোশালা, মন্দির গড়ে তোলা হবে। এর জন্য সহযোগিতা করছে শ্রী চৈতন্য মহাপ্রভু ট্রাস্টি বোর্ড ( শিল্পী সংসদ)।
এরই সাথে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি হলেন বিশ্বেশ্বর মণ্ডল । এনার হাত ধরেই সমস্ত প্রোজেক্ট তৈরি হবে।