নিউজ ডেস্ক : “পিএম কিষাণ যোজনার সুবিধা থেকে কৃষকদের বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক একজন কৃষকের ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে। মোট ৮ হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে তাঁদের।” কৃষক দিবসে ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনকর।
#KisanDiwas I call upon CM @MamataOfficial to undo grave injustice to farmers by continuing to deny benefit #PMKISAN.
So far, each farmer has lost Rs. 12,000 & total loss to farmers of State is Rs. 8400 crores. This is heart-renderingly worrisome and calls for soul-searching. pic.twitter.com/owp4EIikpu
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 23, 2020
বাংলার সরকার পিএম কিষাণ যোজনা প্রত্যাখ্যান করেছে, তার ফলে বাংলার কৃষকরা বঞ্চনার শিকার হচ্ছেন, বারবার এবিষয়ে সুর চড়িয়েছেন রাজ্যপাল। কৃষক দিবসেও সেই ইস্যুতে তোপ দাগলেন জগদীপ ধনকর।
প্রসঙ্গত, এদিনই সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা। কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।