নিউজ ডেস্ক : দেশের নয় রাজ্যে বার্ড ফ্লু আক্রান্ত বহু পাখি। প্রতিদিন শয়ে শয়ে পাখির মৃত্যুর খবর মিলছে। বাংলায় এখনও পাখি-মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ঢিলেমি করতে রাজি নয় রাজ্য সরকার। স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। অস্বাভাবিক পাখি মৃত্যু কিংবা পাখিদের মধ্যে কোনও রোগের উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য ভবনকে জানাতে বলা হয়েছে। এছাড়া এই রোগ সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। দেখে নেওয়া যাক বার্ড ফ্লু সংক্রান্ত স্বাস্থ্য ভবনের নির্দেশিকা –
যাঁরা পোলট্রি বা পোলট্রিজাত দ্রব্য সম্পর্কিত কাজ করেন তাঁদের গ্লাভস, আবরণী পোশাক, পা ঢাকা জুতো ও ফেস শিল্ড ব্যবহার করতে বলা হয়েছে।
কাজ হয়ে যাওয়ার পর সেগুলো জীবাণুনাশক দিয়ে পরিশোধন করতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে।
পাখি বা অন্য প্রাণীদের সামনে খাবার খাওয়া যাবে না। ধূমপান করাও চলবে না।
মরা পাখির সংস্পর্শে এলে কিংবা ইনফ্লুয়েঞ্জা-যুক্ত পরিবেশের মধ্যে গিয়ে থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া শুরু করতে হবে।
পাখির কাঁপুনি, পাতলা মল হলে বার্ড ফ্লু হতে পারে।
পাখি যদি নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে।
কোনওরকম অস্বাভাবিক উপসর্গ পাখি বা মানুষের দেখা দিলে তৎক্ষণাৎ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।