নিউজ ডেস্ক : বছর ঘুরলেও করোনা রয়েছে বহাল তবিয়তে। এদিকে সামনেই বড়দিন। তাই করোনাকে মাথায় রেখেই এবার মিডনাইট মাস ও মাঝরাতের ক্রিসমাস ক্যারোল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শহরের রোমান ক্যাথলিক চার্চগুলো। যা একশো বছরের ইতিহাসে প্রথম।
কলকাতার আর্চ বিশপ টমাস ডি’সুজা জানিয়েছেন, ব্রেবোর্ন রোডের ক্যাথিড্রাল অফ মোস্ট হোলি রোজারি, বউবাজারের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স চার্চ, পার্ক সার্কাসের ক্রাইস্ট দ্য কিং চার্চ-সহ মোট সাতটি রোমান ক্যাথলিক চার্চের সারারাত ব্যাপী অনুষ্ঠানে ছেদ পড়তে চলেছে। এইসব চার্চে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টার মধ্যেই সেরে ফেলা হবে প্রভু যিশুর উদ্দেশে গাওয়া সঙ্গীতের অনুষ্ঠান।
পাশাপাশি এবছর চার্চগুলিতে অবাধ প্রবেশের ক্ষেত্রেও থাকবে নিষেধাজ্ঞা। জোর দেওয়া হবে শারীরিক দূরত্ববিধির ওপরও। এছাড়া পার্ক স্ট্রিটের আর্চ বিশপ হাউসে বিভিন্ন চার্চের যাজকদের নিয়ে অনুষ্ঠানও থাকছে বন্ধ। এমনকী পার্ক স্ট্রিটের ফুটপাথেও বসবে না কোনও খাবারের স্টল।