নিউজ ডেস্ক : পূর্ব ঘোষণা মতো শনিবার বারবেলায় বাড়ি বাড়ি গিয়ে দু হাত ভরে ভিক্ষে করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দ গ্রামে গিয়েছিলেন তিনি। শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে স্বাগত জানানো হল নাড্ডাকে। বাড়ির মহিলারা এগিয়ে আসেন চাল, সবজি নিয়ে। নাড্ডার কাঁধের গেরুয়া ঝোলা ভরে যায় ভিক্ষার দানে। প্রতিদানে প্রত্যেকের হাতে নাড্ডা দেন বিজেপির প্রচার পুস্তিকা। দলের স্টিকার সেঁটে দেন বাড়ির দেওয়ালে।
এরই মাঝে হাসিমুখে গ্রামবাসীদের সঙ্গে ছবিও তোলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মুষ্টিভিক্ষার পর নাড্ডা যান গ্রামের কৃষক মথুরা মণ্ডলের বাড়ি। সেখানে মধ্যাহ্নভোজ সারেন তিনি। ভাত, শাক, বেগুন ভাজা, তরকারি, আর শেষ পাতে ছিল পায়েস। মাটিতে বসে কলাপাতায় ভাত খান নাড্ডা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, নাড্ডার পথে বিজেপির নেতা কর্মীরাও মুষ্টিভিক্ষা কর্মসূচি করবেন। ভিক্ষা করে পাওয়া চাল ও সবজি দিয়ে খাওয়ানো হবে কৃষকদের। আগামী ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ৪০ হাজার গ্রামে কৃষকভোজ করানো হবে।