নিউজ ডেস্ক: মেদিনীপুর খড়গপুর ডেভলপমেন্ট অথরিটি তথা এমকেডিএ-র চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হচ্ছেন বিধায়িক শিউলি সাহা। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বিধায়ক।
এর আগে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন্দ্র নাথ মাইতি। তার প্রয়াণে ফাঁকা থেকে যায় চেয়ারম্যানের পদ। পরবর্তীকালে রাজ্য সরকার বিধায়িক শিউলি শাহা কেএমকেডিএ-র চেয়ারম্যান পদে মনোনীত করেছেন। সরকারি নিয়ম বিধি পূর্ণ হলেই তিনি যোগ দেবেন চেয়ারপার্সন পদে।