নিউজ ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়বে বাম ও কংগ্রেস। কংগ্রেস হাইকমান্ড বামেদের সঙ্গে জোটে সবুজ সঙ্কেত দিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোটে আগেই সায় দিয়েছিল সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি। এবার কংগ্রেস ইতিবাচক সাড়া দেওয়ায় জোটের পথে কোনও বাধা থাকল না। ট্যুইট করে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়ে দিয়েছেন, “পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোটে সায় দিয়েছে হাইকমান্ড।” অধীর রঞ্জন চৌধুরীর ট্যুইটের পরই বিধানসভার উপ দলনেতা তথা বিধায়ক নেপাল মাহাতো ট্যুইট করে জানিয়েছেন, একুশের এই বাম-কংগ্রেস জোটের মুখ অধীর রঞ্জন চৌধুরীই। যদিও এই বিষয়ে সিপিএম-এর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
২০১৬-র বিধানসভা ভোটে রাজ্যে মূল বিরোধী শক্তি ছিল বাম ও কংগ্রেস। কিন্তু গত লোকসভা ভোটের পর থেকে বিরোধী দল হিসাবে জায়গা করে নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে বাম-কংগ্রেস জোট কতটা সুবিধা করতে পারে সেটাই দেখার।