নিউজ ডেস্ক : দলের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন আসানসোলের বিদায়ী মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর ক্ষোভ প্রশমিত করতে মঙ্গলবার জিতেন্দ্রকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি পুরো বিষয়টি দেখছেন। অরূপ বিশ্বাস ছাড়া আর কোনও মন্ত্রীর সঙ্গে জিতেন্দ্র যেন কথা না বলেন, সেই নির্দেশও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার সকালে একটি প্রকাশ্য সভায় জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, তৃণমূলের কোনও সভা বা শ্রমিক সংগঠনের বৈঠকে তাঁকে যোগ দিতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে। জেলা তৃণমূল সভাপতির পদ ছাড়তে তৈরি তিনি। ১৪ তারিখ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন আসানসোলের মানুষ। যা নিয়ে চাপানউতোর শুরু হয়। সমস্যা মেটাতে ববি হাকিমের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছিল জিতেন্দ্রকে। কিন্তু তিনি একমাত্র তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কথা বলবেন বলে জানান। উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মমতা, পরদিন, ১৮ তারিখ জিতেন্দ্রর সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। তার আগে ক্ষোভ প্রশমিত করতে বিধায়ককে ফোন করলেন নেত্রী।
Html code here! Replace this with any non empty raw html code and that's it.