নিউজ ডেস্ক: ‘মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় যে কোনও দিন খুন হতে পারেন’, এমনই চাঞ্চল্য়কর দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার অন্তর্গত কালীতলা মোড়ে একটি রাস্তার কাজের শুভসূচনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘মমতার সঙ্গে ভোটের লড়াইয়ে না পেরে উঠলে গোপনে তাঁকে লোক দিয়ে খুন করা হতে পারে।’
কিছুদিন আগে বিজেপির রাজ্য সভাপতি জে পি নাড্ডা কলকাতায় আসেন। তাঁর কনভয়ে ব্যাপকভাবে ইট, পাথর ছোড়া হয়। হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিনের সভায় সে দাবি নস্য়াৎ করে সুব্রত মুখোপাধ্য়ায় জানান, ‘হামলার ঘটনা বিজেপির পূর্ব পরিকল্পিত। প্রচারের লোভে নিজেরাই লোক লাগিয়ে এই হামলার নাটক করেছে বিজেপি। গণ্ডগোল না করলে বিজেপি প্রচার পাবে না। তাই তারাই এসব করছে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ওদের লক্ষ্য় মমতাকে সরানো। শান্ত বাংলাকে অশান্ত করা।’
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার হালিশহরে বিজেপির বুথ সভাপতিকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে হাতিয়ার করে পঞ্চায়েতমন্ত্রীকে পাল্টা জবাব দেন বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি নাম না করে বলেন, ‘বিজেপি কখনোই খুনের রাজনীতি করে না। বরং তৃণমূল খুনের রাজনীতি করে অশান্তি পাকাতে চাইছে। তাই বিজেপির দিকে আঙুল তোলার আগে ভেবে নেওয়া উচিত।’ অন্যদিকে হালিশহরের এই ঘটনায় তৃণমূলের জড়িত থাকার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।