নিউজ ডেস্ক : শনিবার বঙ্গ সফরে এসে মাধুকরী ঝোলা কাঁধে বেরিয়ে পড়বেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। গ্রামের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা নেবেন। রাজ্য সফরের প্রথম দিনে বর্ধমানের দাঁইহাটে একটি সমাবেশ করবেন নাড্ডা। সেখানে ‘বাড়ি বাড়ি মুষ্টি’ নামে এক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। রাজ্য বিজেপি সূত্রে খবর, দাঁইহাটের জগদানন্দপুর গ্রামের পাঁচ কৃষক পরিবারে যাবেন নাড্ডা। সেখান থেকে ভিক্ষা সংগ্রহের পরে এক কৃষকের বাড়িতে আহার করবেন।
নতুন কৃষি আইনের বিরোধিতায় আন্দোলনে নেমেছেন দেশের কৃষকরা। চাপ তৈরি হচ্ছে বিজেপির ওপর। এই পরিস্থিতিতে এ রাজ্যে নির্বাচন চলতি বছরেই। কৃষি আইন যাতে ভোটবাক্সে প্রভাব ফেলতে না পারে, সেজন্যই নাড্ডার এই নয়া কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল।