সুতপা সরকার, উত্তর ২৪ পরগনা
প্রকাশ্যে রাস্তায় প্রোমোটারকে খুন মধ্যমগ্রামের নারায়ণপুরে। মৃতের নাম অশোক সর্দার, বয়স ৫০। সূত্রের খবর, অশোকবাবু একটি বাড়িতে পাঁচিল তৈরির কাজ করছিলেন। সেইখানেই কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। বুকে ও পায়ে গুলি লাগে অশোকবাবুর। সেইখানেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অশোক সর্দারকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত অশোক সর্দারের ছেলে লালটু সর্দারের অভিযোগ, বাবা সক্রিয়ভাবে বিজেপি করতেন বলেই আজ গুলি করে খুন করেছে তৃণমূল। বাবাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিহত অশোক সর্দারের পরিবার বিজেপি করে আসছে। ঘটনার পর থমথমে পরিবেশ গোটা নারায়ণপুরে। ঘটনার তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ।