নিউজ ডেস্ক: বিধায়ক পদ ছাড়ার পরই কাঁথিতে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রের রং বদল। গেরুয়া রং মুছে ফের নীল-সাদায় রূপান্তর। কয়েকদিন আগেই তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির অফিসের সবুজ রং মুছে হয় গেরুয়া। শাসক দলের অভিযোগ, বিজেপির মদতেই এ কাজ করে শুভেন্দু অনুগামীরা। অফিসের বাইরে লিখে দেওয়া হয়েছিল “শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র”।
আজ যখন তৃণমূলের সদস্য পদ ত্যাগ করেন শুভেন্দু অধিকারী ঠিক তখনই কাঁথি-মেচেদা বাইপাসের অফিসের রং বদলে ফের নীল-সাদা করে দিলেন শাসক দলের নেতা কর্মীরা। শুধু রং বদলই নয়, তালা ভেঙে ঢোকা হল অফিস ঘরেও।
এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অনুগামী কণিষ্ক পণ্ডা। তিনি বলেন, গায়ের জোরে তৃণমূল এই কাজ করেছে। আইনের দ্বারস্থ হবেন তারা। এদিনের পার্টি অফিস পুনরুদ্ধার ঘিরে রাজনীতির পারদ যে আরও কিছুটা চড়ল তা বলাই বাহুল্য।