নিউজ ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। পশ্চিমবঙ্গে ‘উত্তরপ্রদেশ মডেল’ আমদানি করার কথা বলেন তিনি। ‘জেল থেকে বেরোলেই হবে গাড়ি অ্যাক্সিডেন্ট’ , এক জনসভায় এদিন হুঁশিয়ারিও দেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের মতো এখানেও বিজেপি ক্ষমতায় এলে সবাইকেই শায়েস্তা করা হবে।’
সোমবার দক্ষিণ দিনাজপুরের পতিরামে এক জনসভা যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সায়ন্তন বসু বলেন, ‘বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানোর ঘটনায় জড়িত দক্ষিণ ২৪ পরগনার যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লা।’ তারপরই বলেন, দক্ষিণ দিনাজপুরের মানুষকে কথা দিয়ে যাচ্ছি ক্ষমতায় এলে ওই শওকত মোল্লাকে দেখে নেওয়া হবে। লিস্ট তৈরি করা হচ্ছে। কাউকে ছাড়া হবে না। নাম না করে তিনি আরও বলেন বীরভূমের একজন, দক্ষিণ ২৪ পরগনার দু-চারজন আছে এদের জেলে ভরা হবে। আর জেল থেকে বেরোলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এদের।
স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমুলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এদের ভাষা অত্যন্ত কুরুচিপূর্ণ। সায়ন্তন বসু যে ভাষা ব্যবহার করেছেন তা সুপারি কিলারদের ভাষা।’