নিউজ ডেস্ক : শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর বুধবার প্রথম অধিকারী গড়ে সভা করবে তৃণমূল। আর সেই সভাতেই থাকবেন না শুভেন্দুর বাবা, তৃণমূলের প্রবীণ নেতা শিশির অধিকারী। তৃণমূল সূত্রে খবর, ফোন করে শিশিরবাবুকে সভায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। যদিও প্রবীণ নেতার বক্তব্য, তাঁকে আমন্ত্রণ করা হয়নি। ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলের নেতারা। আমন্ত্রণ জানানো হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি সভায় যেতে পারবেন না বলে জানিয়েছেন শিশির অধিকারী।
শিশির অধিকারী কাঁথির সাংসদ এবং পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি। বুধবার কাঁথির সভা উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
Html code here! Replace this with any non empty raw html code and that's it.