নিউজ ডেস্ক : আজই বিজেপিতে যোগ দিচ্ছেন সৌমেন্দু অধিকারী। বছরের প্রথম সভা নন্দীগ্রামের সোনাচূড়াতে করলেন শুভেন্দু। সেই সভাতেই ভাইয়ের বিজেপিতে আসার ঘোষণা করেন দাদা শুভেন্দু। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর তাঁর পরিবারের বাকিরা কি করবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। শুভেন্দুর পথে তাঁর পরিবারের কেউ হাঁটেননি বলে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জবাবে শুভেন্দু বলেছিলেন, ‘এখনও তো বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।’ এরপরই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত হন সৌমেন্দু অধিকারী। তাঁর জায়গায় পুর প্রশাসকের দায়িত্ব বুঝে নেন সিদ্ধার্থ মাইতি। অধিকারী বাড়ির ছোট ছেলেকে নিয়ে জল্পনা আরও বাড়ে। সেই জল্পনার অবসান ঘটালেন শুভেন্দু।
- Advertisement -