নিউজ ডেস্ক : আসানসোলের বিদায়ী মেয়র তথা প্রশাসক বোর্ডের প্রধান জিতেন্দ্র তিওয়ারির চিঠিকে ঘিরে অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে জিতেন্দ্র অভিযোগ করেছেন, “কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের আওতায় ২ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে আসানসোল পুরনিগমের মানুষ। রাজনৈতিক কারণে সেই টাকা দেওয়া হয়নি। রাজ্য় সেই টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।”
এই প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “অনেকেই প্রকল্পের রূপায়ণে সরকারের কাছে টাকা চেয়ে চিঠি লেখেন। এটাও তেমনই একটি চিঠি। এটার মধ্যে কোনও অন্যায় নেই। কোনওভাবে চিঠিটি বাইরে চলে এসেছে। এটা নিয়ে আলোচনা হবে দলে। ” এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা গণতান্ত্রিক দল। এখানে কারও কিছু বলার থাকলে তিনি তা বলতে পারেন। রাজীব তৃণমূলেই আছে।”