নিউজ ডেস্ক : ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ‘ফোন ট্যাপ করছে ভাইপোর পুলিশ। এই অত্যাচার চলবে না। আদর্শ নির্বাচন বিধি চালু হতে দিন।’ তিনি আরও বলেন, ‘তোলাবাজ ভাইপো হটাও বলেছিলাম। খুব গায়ে লেগে গিয়েছিল। এই তো আস্তে আস্তে এগোচ্ছে, লালা, এনামূল। কে এই বিনয় মিশ্র? পশ্চিমবঙ্গের যুবা তৃণমূল নেতা। তাঁর চারটি বাড়িতে ঢুকে পড়েছে সিবিআই। সভাপতি তোলাবাজ ভাইপো। আমি ভুল কিছু বলিনি।’
নিজের দলবদল প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি বিজেপি গিয়েছি কেন? আমি চাই কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার থাকুক। একই দলের সরকার ছাড়া শিল্প আসবে না, বেকার সমস্যার সমাধান হবে না। আমাদের রাজ্যের উন্নয়ন হবে না। ভোট এলেই বলে শঙ্করপুরে বন্দর হবে। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিল। যা জমিনীতি, একটাও শিল্প হবে না। চপশিল্পও হবে না।’
এদিন মহিষাদলের দ্বারিবেড়িয়াতে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ দিলেন জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক সভাপতি- সহ দেড়শোজন তৃণমূল নেতা ও কর্মী।
ফের অভিষেককে আক্রমণ শুভেন্দুর, নিশানায় যুব তৃণমূল
- Advertisement -