নিউজ ডেস্ক : “বিনয় মিশ্রর বাড়িতে সিবিআই ঢোকার পর দরজা বন্ধ, মুখও বন্ধ, আর একটা চৌকাট পেরোলে তোলাবাজ ভাইপো”, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গরু পাচার কাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রের বাড়ি ও অফিসে বৃহস্পতিবার তল্লাশি চালায় সিবিআই। এদিনের সভা থেকে তৃণমূলের হামলার বিরুদ্ধে সরব হন শুভেন্দু। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের র্যালিতে পৌঁছনোর আগে বাসভর্তি বিজেপি সমর্থকের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “ভয় পেয়েই হামলা চালিয়েছে তৃণমূল, কাঁথিতে তৃণমূলকে ঝেঁটিয়ে পরিস্কার করে দেবে”।