নিউজ ডেস্ক : বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, তাঁকে ও তাঁর অনুগামীদের মিথ্যা মামলায় ফাঁসাতে চেষ্টা করছে পুলিশ। রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে তাঁর আবেদন, পুলিশ-প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কোনও ফৌজদারি মামলা না করে, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে সেটা নিশ্চিত করতে হবে। চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, “মানুষের কল্যাণে আমার দায়িত্বের কথা স্মরণ করেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। এখন আমি জানতে পারছি যাঁরা ক্ষমতায় রয়েছেন তাঁরা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পুলিশকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হতে পারে।’
- Advertisement -