নিউজ ডেস্ক: মধ্যমগ্রামে খুন অশোক সর্দারকে বিজেপি কর্মী বলে দাবি করে থানা ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা উত্তর ২৪ পরগনার নারায়ণপুরে। মৃতের দিন সন্ধে থেকেই মৃতদেহ নিয়ে নারায়ণপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়া হলেও উত্তেজনা কমার নয়। যদিও তদন্তে কোনও ফাঁক রাখছে না।
নারায়ণপুর থানা এলাকার বাসিন্দা অশোক সর্দার প্রমোটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ মধ্যমগ্রামের রাজবাটিতে তাঁকে খুন করা হয়। সেইসময় অশোক সর্দার একটি বাড়িতে পাঁচিল তৈরির কাজের দেখভাল করছিলেন। কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়ে পর পর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তাঁর বুকে ও পায়ে গুলি লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান অশোক।
মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। সেখানকার চিকিৎসকরা অশোককে মৃত বলে ঘোষণা করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। কাজের জায়গা তাঁর কোনও শত্রু তৈরি হয়েছিল কিনা তা নিয়ে কিছুই বলতে পারছে না পরিবার। অশোকের পরিচিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।