নিউজ ডেস্ক: কোভিড আবহে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। গত ৪ জানুয়ারি গঙ্গাসাগর মেলা নিয়ে অজয় দে নামে জনৈক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টে । তাঁর আর্জি ছিল, কোভিড সংক্রমণ এড়াতে গঙ্গাসাগর মেলা চত্বরকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হোক। এমনকী এই মেলা নিয়ে গাইডলাইনও প্রকাশ করুক আদালত।
বুধবার সেই মামলার শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান গঙ্গাসাগর মেলা নিয়ে একটি আইন আছে। মেলায় জমায়েত হলে বাড়তে পারে সংক্রমণ। টিবি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ জানায়, গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান কী তা আগে জানাতে হবে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি ধার্য করা হয়।
মামলা প্রসঙ্গে প্রধান বিচারপতি সবরীমালা মেলার কথা উল্লেখ করেন। যেখানে কেরালা হাইকোর্ট ৫০০০ পূণ্যার্থীকে একদিনে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু সেখানে পুজো কমিটি কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছিল। গঙ্গাসাগর মেলায় অংশগ্রহণ নিয়ে রাজ্য কী ভাবছে এবার সেটাই জানতে চায় আদালত।