নিউজ ডেস্ক: ২০২১- এ পুরভোট জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।মঙ্গলবার হাওড়ার পদ্মপুকুরে জলপ্রকল্পের উদ্বোধন করতে এসে এই ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন করোনার জন্য নির্বাচন করানো যায়নি। হাওড়া-সহ বেশ কিছু জায়গায় এখনও ভোট হয়েনি সেইসব জায়গায়তেও ভোট হবে ২০২১ সালেই। এদিন সাফ জানিয়ে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
করোনা মহামারির কারণে গত এপ্রিলে স্থগিত হয়ে যায় পুরসভা নির্বাচন। এর পর রাজ্যের ১০০-র বেশি পুরসভা ও পুরনিগমের পুর বোর্ডের মেয়াদ ফুরিয়ে যায়। তারপর থেকে প্রায় সমস্ত জায়গায় বিদায়ী বোর্ডের প্রধানকে প্রশাসক নিয়োগ করে সরকার। কলকাতা পুরসভার প্রশাসক হন ফিরহাদ হাকিম। পুরভোট নিয়ে দোলাচল চলছিল। ডিসেম্বরে গুঞ্জন ছড়ায় ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন। কিন্তু এখনো এব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন। এরই মধ্যে ২০২১-এ পুরভোট হবে বলে জানালেও তা বিধানসভা নির্বাচনের আগে না পরে তা স্পষ্ট করেননি মন্ত্রী ফিরহাদ হাকিম।