নিউজ ডেস্ক : এবার তৃণমূল ছাড়লেন বিধায়ক শীলভদ্র দত্ত। দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি।
শীলভদ্র তৃণমূল ছাড়ার পর জোর জল্পনা উঠেছে, শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেবেন তিনিও।
ভাঙন ধরেছে পুরুলিয়া তৃণমূলেও। দল ছাড়লেন রঘুনাথপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। শুভেন্দু অনুগামী বলে পরিচিত ভবেশ। সম্প্রতি পুরুলিয়ায় শুভেন্দুর দুটি সভাতে হাজির ছিলেন রঘুনাথপুর পুরসভার প্রাক্তন পুর প্রধান। বছরখানেক আগে দলের সঙ্গে মতানৈক্যের কারণে পুর প্রধানের পদ চলে যায় ভবেশ চট্টোপাধ্যায়ের।
বৃহস্পতিবার তৃণমূল ছেড়েছেন দাপুটে নেতা শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।