নিউজ ডেস্ক : ফের ভাঙনের কালো মেঘ তৃণমূলে। বৃহস্পতিবার ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। পোস্টটি করা হয়েছে তাঁর ফ্যানদের ‘পেজ’ থেকে। যেখানে বীরভূমের মানুষের প্রতি সাংসদের বার্তা, ‘আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়। গত দশ বছরে আমি আমার বাড়ির থেকে বেশি সময় আপনাদের কাছে বা আপনাদের প্রতিনিধিত্ব করতে কাটিয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি কাজ করার, এটা শত্রুরাও স্বীকার করে। তাই এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী ১৬ জানুয়ারি ২০২১ শনিবার দুপুর দুটোয় জানাব।’
এই পোস্টের পরই জল্পনা তুঙ্গে, তাহলে কী এবার অনুব্রত মণ্ডলের গড়েও তৃণমূলে ভাঙন ধরতে চলেছে। অভিনয় ছেড়ে রাজনীতিতে চলে এসেছেন শতাব্দী বেশ কয়েক বছর আগে। ২০০৯ সালে প্রথম তৃণমূলের প্রতীকে বীরভূম থেকে দাঁড়িয়ে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটেও বীরভূম থেকে লোকসভা ভোটে জেতেন শতাব্দী। দিন কয়েক আগে অমিত শাহের বোলপুরে রোড শোয়ের পাল্টা রোড শো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদকে। তারপর হঠাৎ কী হল যে নতুন কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন শতাব্দী। এর উত্তর একমাত্র দিতে পারবেন অভিনেত্রী-সাংসদ নিজে। যদিও এখনও পর্যন্ত তাঁর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।