নিউজ ডেস্ক: গত সপ্তাহের পর চলতি সপ্তাহেও শীতের দাপট চলছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ এই মরশুমের শীতলতম দিন। রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২। স্বাভাবিকের থেকে অনেকটাই কম। সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১১.৪ আজ তা দুই ডিগ্রী কমেছে। আবহাওয়া সূত্রের খবর রাজ্যে আরও জাঁকিয়ে পড়বে শীত। যার প্রভাব পড়বে দুই বঙ্গেই। বীরভূম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর,নদিয়া,ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানেও চলবে শৈতপ্রবাহ। তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রীর কাছাকাছি থাকবে বলে আবহাওয়া সূত্রের খবর। ঠান্ডার একই দাপট কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলাতেও। ১০ এর নীচেও নামবে পারদ জানালো হাওয়া অফিস।
কলকাতার বাতাসে রয়েছে জলীয়বাষ্পও যার সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। পাশপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হরিয়ানা, চণ্ডীগঢ়, হিমাচল প্রদেশ ও ভূস্বর্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর সহ লাদাখে স্নোফল হতে পারে টানা ৪৮ ঘণ্টা। এছাড়াও, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান-নিকোবরে।