নিউজ ডেস্ক: রবিবার মধ্যরাতে ভগবানপুরের ৬০ এ জাতীয় সড়কে চার চাকা গাড়ির সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত চার, আহত পাঁচ। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। মৃতরা প্রত্যেকেই বাঁকুড়ার বেলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, পুরুষ, মহিলা, ও শিশুকে মিলিয়ে ন’জনের একটি চার চাকা গাড়ি পুরুলিয়া থেকে পিকনিক করে বাঁকুড়ার দিকে আসছিল সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মারুতি ভ্যানটি ছিটকে খালে পড়ে যায়। গাড়ির বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা বলে জানান তারা। ঘটনাস্থলে আসে ছাতনা থানার পুলিশ।
ঘটনায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়। এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রেলারটিকে আটক করেছে পলিশ। তবে, গাড়ির চালক ও খালাসি পলাতক।