নিউজ ডেস্ক : মঙ্গলবার বোলপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ণাঢ্য সেই শোভাযাত্রায় থাকবেন বাউল শিল্পীরাও। আট দিন আগে এখানেই রোড শো করেছিলেন অমিত শাহ। সেইসময় বাউল বাসুদেবের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বাউলও থাকতে পারেন মমতার রোড শোয়ে।
অন্যদিকে মঙ্গলবার টিটাগড়ে রোড শো করবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। খড়দহ পর্যন্ত হবে পদযাত্রা। তাঁর সঙ্গে থাকবেন সাংসদ অর্জুন সিং, বিধায়ক শীলভদ্র দত্ত, শুভ্রাংশু রায়। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, বিজেপি কর্মীদের মারধর, খুন ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে প্রতিবাদ দেখাবে গেরুয়া শিবির। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই প্রাক্তন দলকে বারবার নিশানা করেছেন শুভেন্দু। মঙ্গলবারের রোড শো থেকে শুভেন্দু কী বলেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।