নিউজ ডেস্ক : আগামী বছরের ১৫ জুন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা। শেষ হবে ৩০ জুন। তার আগে মার্চে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নিতে বলা হয়েছে স্কুলগুলিকে। ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনা পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। বুধবারই মাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা করা হলেও উচ্চ মাধ্যমিক কবে থেকে শুরু হবে তা জানানো হয়েছিল না।
এদিন সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট গাইডলাইন মেনে পরীক্ষা নিতে হবে স্কুলগুলিকে। মার্চে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাওয়ার পর ২০ এপ্রিলের মধ্যে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সংসদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। দেখে নিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি –