নিউজ ডেস্ক: বন্দুকের লাইসেন্স রিনিউ করতে এসে বিপত্তি। গুলি ছিটকে আহত ১। আহতকে ভর্তি করা হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে।
সোমবার রানাঘাট মহকুমা শাসকের অফিসে চলছিল বন্দুকের লাইসেন্স রিনিউ করার কাজ। সেইখানেই এসেছিলেন অনিল হালদার নামে এক ব্যক্তি। বন্দুক পরিস্কার করার সময় আচমকাই তার বন্দুক থেকে গুলি ছিটকে হরিনারায়ণ হালদার নামে এক বয়স্ক ব্যক্তির গায়ে লাগে।
পেশায় বেসরকারি নিরাপত্তারক্ষী অনিল হালদার নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাসিন্দা। আহত হরিনারায়ণের বাড়ি নদিয়ার ধানতলা থানার কুচিয়ামোড়ে। হঠাৎই গুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে সেখানে উপস্থিত থাকা সকলেই। এই ঘটনা প্রসঙ্গে রানাঘাটের এসডিপিও জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।