নিউজ ডেস্ক: পৌষ আসার আগেই নতুন বছরের শুরুতেই রাজ্যে উধাও শীত। আজ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। কার্যত কলকাতা সহ দক্ষিণবঙ্গের পারদ পতনের বদলে চড়ছে হু হু করে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ দিন বজায় থাকবে এই তাপমাত্রা। যদিও মকর সংক্রান্তির আগে ফের শীত ফিরবে বলে আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস।
আলিপুর দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। এই অবস্থায় পুবালি হাওয়ার দাপটে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। সেই কারণেই বাড়ছে তাপমাত্রা। রাতে ও সকালের দিকে শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অনেকটা গরম অনুভূত হচ্ছে। জলীয় বাষ্প থাকার জন্য বজায় থাকবে অস্বস্তিও।
কলকাতার পাশাপাশি বাড়তে শুরু করেছে জেলার তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ফের মকর সংক্রান্তির আগে শীত ফিরে আসে কি না এখন সেই আশাতেই বুক বাঁধছে বঙ্গবাসী।