নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। ৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল হাওড়ার শিবপুরের এক বাইক আরোহীর।
সূত্রের খবর, ১৭ ডিসেম্বর সকালে শিবপুর থেকে কয়েকজন বন্ধু মিলে ৯টি বাইকে ঘুরতে যাওয়ার জন্য শিলিগুড়ির দিকে রওনা হয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েন ময়ূখ চন্দ্র নামে এক যুবক। দ্রুত তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।