নিউজ ডেস্ক: শনিবার অসমের গুয়াহাটির জালুকবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে যায় ৬৬টি ঝুপড়ি। মোট ২০ টি সিলিন্ডারে একের পর এক বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে সূত্রের খবর।
#Guwahati : "Cylinder blast near Jalukbari Flyover"
A massive fire broke out near Jalukbari Flyover, Guwahati. Apparently, the fire was triggered by explosion of a gas cylinder. Fire brigades rushed to the spot. pic.twitter.com/vKdVkdKd6H
— Axomiya Nabaprajanma (@Nabaprajanma) December 19, 2020
উল্লেখ্য, প্রথমে ঝুপড়ির একটি ঘরে আগুন লাগে। সেখান থেকে আশাপাশের ঝুপড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়লে, তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। দমকল আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঝুপড়িগুলি। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। একেই প্রবল শীতে কাঁপছে মানুষজন, তার মধ্যে মাথার উপর ছাদ চলে যাওয়ায় চোখে জল দিন আনা দিন খাওয়া মানুষগুলোর।